মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৪:৫৯ PM আপডেট: ২৯.০৮.২০২৪ ৭:৫৭ PM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান ও তার দোসরদের দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতা তদন্ত এবং প্রধান শিক্ষকের অপসারন দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

বৃহষ্পতিবার সকাল ১১ টায় মিরুখালী বাজারে স্কুল এন্ড কলেজের সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জামায়াত নেতা আ. কাদের আকন, স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও বিএনপি নেতা ডা. মো. শাহ আলম, হাফেজ আনোয়ার হোসেন, মো. ইসমাইল, শিক্ষার্থী মো. আরিফ ও মো. আবদুল্লাহ প্রমুখ।

বক্তারা ব‌লেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান ২০১০ সালে যোগদান করে গত ১৩ বছরে শিক্ষার্থীদের সেশন চার্জ, পরীক্ষার ফি, টিউশন ফি, মোবাইল টাওয়ার ও ষ্টল ভাড়া বাবদ ৫ কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন। 

প্রতিষ্ঠানের প্রায় ১০ শতক জমি পার্শবর্তী বাসিন্দাদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন। প্রতিষ্ঠা‌নের পকেট কমিটি গঠন করে স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠানকে আওয়ামীলীগ অফিসে পরিনত করেছেন।

উল্লেখ্য গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান অনুপস্থিত আছেন। এর আগে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. আ. কাইয়ূম লিখিত অভিযোগের পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্তে অভিযোগ প্রমানিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কোন প্রকার ছাড় দেয়া হবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত