চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ি থেকে বাড়িটির পুরনো এক কেয়ারটেকারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. ইউসুফ মিয়া (৬৫) রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামশু মিয়ার ছেলে।
রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী অরক্ষিত বাগান বাড়িটির পূর্ব পাশে একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি পরিবারের।
নিহর ইউসুফের স্ত্রী গণমাধ্যমকে জানান, গত শনিবার দুপুরে ঘর থেকে বের হয়ে আর তার স্বামী আর ঘরে ফিরেনি৷ নিহতের ছোট ভাই গণমাধ্যমকে বলেন, আমার ভাইয়ের পিঠের আঘাতটা কে কারা দিলো? আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
স্থানীয়দের দাবী ৫ আগস্টের পর থেকে বাগান বাড়িটি অনেকটা অরক্ষিত অবস্থায় ছিল৷ এই ঘটনায় নিহতের ছেলে রাউজান থানায় একটি এজাহার দায়ের করেছে বলে থানা সূত্রে জানা গেছে।