আদালতে মামলা করতে এসে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
রোববার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে তিনি এই হামলার শিকার হন। এসময় তাকে মারধর এবং কান ধরে উঠবসও করানো হয়।
আদালত কক্ষ থেকে বের হওয়ার পর বিএনপি কর্মীদের ২০-২৫ জনের একটি দল আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির যে অভিযোগ তুলেছেন তা সত্য নয় দাবি করেন তিনি। এসময় তিনি হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধেও মামলা করার কথাও জানান।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে কান ধরিয়ে উঠ-বস করায়। এরপরে আমাকে কিল-ঘুষি মেরেছে মুখে ও মাথায়। বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে। তাদের অভিযোগ, আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি।
হিরো আলম আরও বলেন, তারেক রহমানকে নিয়ে আমি অতীতে কোনো খারাপ মন্তব্য করিনি। আমি একবার শুধু রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছি। সেই মামলাও ডিবি হারুন আমাকে ট্র্যাপে ফেলে করিয়েছিল। বিএনপি ক্ষমতায় না এসেই দেশে যা শুরু করেছে, ক্ষমতা হাতে পেলে তো বিএনপি দেশের মানুষকে জবাই করবে।