মানিকগঞ্জের সিংগাইরে গেট ও দরজার তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান, শিশুদের খেলনাসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৫০ নং রায়দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, স্কুলে নাইট গার্ড না থাকায় রাতের কোন এক সময় বিদ্যালয়ের উত্তর পাশের ভবনের শিশু শ্রেণী কক্ষের তালা ভেঙে চোর ভিতরে ঢুকে চারটি সিলিং ফ্যান, শিশুদের খেলনাসহ বিভিন্ন সরঞ্জামাধি চুরি করে নিয়ে যায়।
রায়দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার বলেন, নতুন ভবনে বারান্দার গ্রীল অর্ধেক করে থাকায় এবং নিরাপত্তাকর্মী না থাকায় দরজার তালা ভেঙে চারটি ফ্যান ও শিশুদের খেলনা চুরি হয়েছে। এব্যাপারে থানায় সাধারণ ডাইরী করার প্রস্তুতি চলছে।