শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪
কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন যারা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩০ PM
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক  শিক্ষা পদক-২০২৪ এ প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস।

বুধবার(১১সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন যারা-
১. শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) পাথাইরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীনুর রহমান ভূঞা
২.শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিসা আক্তার
৩.শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ)  
চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম সুমন
৪.শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা) পাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত দয়াল শিলা, 

পাশাপাশি শ্রেষ্ঠ বিদ্যালয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম এবং শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাফসির আহমেদ। 

এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মো.আমিনুল ইসলাম জানান, কেন্দুয়ায় ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 

সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হবে। পরে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অংশ গ্রহণ করবে তারা। এসময় তিনি সকল শ্রেষ্ঠত্বদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত