বগুড়ার কাহালুতে আল্পনা (২২) নামক এক গৃহবধু গত বুধবার সন্ধ্যায় গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের মুঞ্জুর রহমানের ছেলে ট্রাক চালক রাব্বি (২৪) কিছুদিন পূর্বে পাবনা জেলার থেকে আল্পনা নামক ওই তরুনীকে ভাগিয়ে নিয়ে এসে বিবাহ করে। রাব্বির পরিবারের লোকজন বিবাহ মেনে না নিলে রাব্বি নব বিবাহিতা স্ত্রী আল্পনাকে নিয়ে তার বিধবা বোনের বাড়ী কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়ায় অবস্থান করতে থাকে।
গত বুধবার সন্ধ্যায় ওই বাড়ির একটি ঘরে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল হতে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত আত্নহত্যার সঠিক কারণ জানা যায়নি।