মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
কলেজের অধ্যক্ষ নিয়োগের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৯ PM
টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ নিয়োগের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী। 

রোববার দুপুরে কলেজের সামনে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি পালন করে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ১৮ আগস্ট বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বখতিয়ার হোসেন পদত্যাগ করেন। এর পর থেকে কলেজের অধ্যক্ষ পদ শুন্য ছিলো।

অধ্যক্ষ না থাকায় কলেজের একাডেমি  কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো৷ এতে সেশন জটের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শিক্ষার্থীরা দ্রুতই নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রোববার সকালে আন্দোলনে নামে। এসময় সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে দুপুর ১ টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে দিকে তারা আন্দোলন তুলে নেয়।

এসময় শিক্ষার্থীদের আন্দোলনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার  তীব্র যানজটের সৃষ্টি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত