খাগড়াছড়ির মাটিরাঙ্গা তাইন্দং উচ্চ বিদ্যালয়ে জোরপূর্বক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়া মো. রেজাউল করিম সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনে আজও উত্তাল তাইন্দং।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটি মিছিল বের করে তাইন্দং বাজারে গিয়ে অবস্থান করে। এ সময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সামিল হয় সাবেক শিক্ষার্থীরাও।
ওই শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক দশকেরও বেশী সময় ধরে বিদ্যালয়ের কমিটি না করা ও সহকারী প্রধান শিক্ষক হয়েও জোরপূর্বক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের পদ আকড়ে রাখার অভিযোগ এনে ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক-রেজাউল স্যারের পদত্যাগ’ও ‘রেজাউল স্যার স্বৈরাচার-এ মুহুর্তে স্কুল ছাড়’ সহ নানা শ্লোগানে ঐ শিক্ষকের পদত্যাগের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার পদত্যাগ না করলে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, তাইন্দং টু মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার অফিস লং মার্চ ঘোষণা করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড, খাগড়াছড়ি জেলা প্রশাসক, খাগড়াছড়ি শিক্ষা অফিস, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা জোন অধিনায়ক বরাবর স্মারক লিপি প্রদান করা হবে জানান শিক্ষার্থীদের সমন্বয়ক মো: মোস্তফা।
উল্লেখ্য. প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ, সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার এর পদত্যাগের দাবীতে গত (১২ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।