রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবিতে সমাবেশ
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এমন একজন দক্ষ ও যোগ্য শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। যেটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রধান ফটকে গিয়ে ছাত্র সমাবেশ রূপ নেয়।

এসময় শিক্ষার্থীদের হাতে, বসন্তের কোকিলরা সাবধান, আওয়ামী লীগের দালালেরা সাবধান, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই, আমার ক্যাম্পাস আমার ভিসি। ইত্যাদি লেখা সম্মিলিত ফেস্টুন দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। ছাত্র- জনতার আন্দোলনের সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেসকল শিক্ষক আমাদের পাশে ছিলেন তাদের মধ্যে একজনকে আমরা উপাচার্য হিসাবে দেখতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও যোগ্য শিক্ষক থাকা সত্বেও অধিকাংশ বাহিরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের এসে শিক্ষার্থীবান্ধব কোন কাজ করেনি। 

দূর্নীতিতে জড়িয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা চাই আমাদের এমন একজন শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়া হোক যিনি সৎ ও দলীয় লেজুড়বৃত্তিক হবেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত