রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ইবি শিক্ষার্থীদের হাতে প্রথমবারের মত ওবিই কারিকুলাম
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বিভাগ হিসেবে শিক্ষার্থীদের হাতে আউটকাম বেজ্ড এডুকেশন (ওবিই) কারিকুলাম তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলার করিডোরে শিক্ষার্থীদের মাঝে  বিনামূল্যে এ কারিকুলাম বিতরণ করে বিভাগটি। 

এছাড়াও কারিকুলাম প্রস্তুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

জানা যায়, আন্তর্জাতিকভাবে অন্যতম স্বীকৃত সিলেবাসের একটি ধরনকে ওবিই কারিকুলাম বলা হয়। বর্তমানে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইউজিসি ওবিই কারিকুলামকে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে বাধ্যতামূলক করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বিভাগ হিসাবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ওবিই কারিকুলাম শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

বিভাগটির ৪টি ব্যাচের শিক্ষার্থীরা এ কারিকুলাম হাতে পেয়েছেন। কারিকুলাম পেয়ে উচ্ছ্বসিত হয়ে তারা জানান, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কারিকুলাম বিনামূল্যে হাতে পেয়ে তারা আনন্দিত। ওবিই কারিকুলাম তাদের একাডেমিক শিক্ষা কার্যক্রমে এগিয়ে রাখবে।

সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে ও বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলামের সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিম, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও ডেপুটি রেজিস্ট্রার এনামুক হক প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত