ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হয়। বিকেলে তাকে বহনকারী হেলিকপ্টারটি চট্টগ্রামে অবতরণের পর কঠোর নিরাপত্তায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়৷
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, আইনশৃংখলা বাহিনীর ব্যাপক প্রহরায় সাবেক এই এমপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে৷ চট্টগ্রাম কারাগারের একটি সেলে রাখা হয়েছে ফজলে করিমকে৷
চট্টগ্রাম আদালতের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় শুক্রবার বিশেষ ব্যবস্থায় ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলা হতে পারে৷
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনা ছাড়াও ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপারের কাছে চিঠি যায়। সেই অনুযায়ী ফজলে করিম চৌধুরীকে নিরাপত্তার সঙ্গে হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে৷