শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ইবিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরের সামনে যায়। পরে সেখানে এক ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। 

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল ও হাসানুল ওলি বান্না। 

সমাবেশে বক্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত এ হত্যাকাণ্ডের ঘটনার তিব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

সমন্বয়ক মখলেচুর রহমান সুইট তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি। অপরাধী যেই হোক না কেন, দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

তিনি আরও বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, তাদের বলছি - নিজ নিজ অবস্থান থেকে সরে আসুন। না হলে ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে সকল ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা সারা বাংলাদেশের সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই। আগামী দিনগুলোতেও সকলের সমর্থন কামনা করছি।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল  হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়৷ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত