বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সাটুরিয়ায় স্বামীর দেয়া আগুনে স্ত্রী-শাশুড়িসহ শ্যালকের মৃত্যু
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৫ PM
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও শ্যালকের মৃত্যুর পর এবার মারা গেলেন শাশুড়ি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মারা যান চাচী শাশুড়ী শিরীন আক্তার। 

এর আগে বুধবার বিকেলে মারা যান স্ত্রী শারমিন আক্তার ও তার চাচাতো ভাই রুবেল হোসেন। ১৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা।

১৩ সেপ্টেম্বর নিহত শারমিনের ভাই শামীম হোসেন বাদী হয়ে শারমিনের স্বামী হাসান আলীকে (৩২) আসামি করে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘাতক হাসান আলীকে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা যায়,সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তারের সাথে ধামারাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলীর ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছরের রোহান নামের এক ছেলে আছে। বিয়ের পর থেকেই স্বামী তাকে অমানবিক নির্যাতন করত।

সাটুরিয়া সদর ইউপি চেয়াররম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু জানান, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শারমিন আক্তার বাবার বাড়ি এসে স্বামী হাসান আলীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

এ খবর শুনে হাসান আলী শুক্রবার সকালে শ্বশুরবাড়ি আসেন। স্বামী আসার খবর শুনে শারমিন তার চাচার বাড়িতে আশ্রয় নেয়। হাসান আলী চাচা শ্বশুর বাড়িতে গিয়ে পেট্র্রোল দিয়ে শারমিনের শরীরে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় শারমীনকে বাঁচাতে এসে চাচি শিরীন আক্তার ও চাচাতো ভাই রুবেলের শরীরেও আগুন লেগে যায়।

পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

শারমিনের ভাবি লিজা পারভিন জানান, বৃহস্পতিবার রাতে ননদ শারমিন তার স্বামীকে তালাক দেবে বলে সব ধরণের কাগজপত্র ঠিক করছিল। কিন্তু এ খবর পেয়ে ননদের স্বামী হাসান আলী শুক্রবার সকালে এসে শারমিনের গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে। শারমিনকে বাঁচাতে এসে চাচি শিরীন আক্তার ও চাচাতো ভাই রুবেলের শরীরেও আগুন লেগে যায়।

লিজা আরো জানান, চিকিৎসাধীন অবস্থায় বুধবার শারমিন ও রুবেল মারা যায়। বৃহস্পতিবার শারমিনের চাচী শিরীন আক্তারও মারা যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মানবেন্দ্র বালো জানান, ঘটনার রাতেই স্বামীকে আসামী করে মামলা হলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত