মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পুলিশের উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৭ PM আপডেট: ২০.০৯.২০২৪ ৪:৪৫ PM
পুলিশে কর্মরত ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি ছাড়াও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মীর আশরাফ আলী, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খান, পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নূরুন্নবী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায় ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীন।

এছাড়াও বদলি হওয়া অন্যরা হলেন, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মোকতার হোসেন, ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, রংপুর মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আ. স. ম. মাহাতাব উদ্দীন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, ঢাকার পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এবং রংপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত