কাহালু থানার অফিসার ইনর্চাজ শাহীনুজ্জামানের নির্দেশনায় এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মালা বাজারের বাবলুর দোকানের সামনে হতে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেসহ আজিজুল হক (৩৯) ও তার স্ত্রী দোলেনা বেগম(২৯)কে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল হক কাহালু উপজেলার মালা গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং দোলেনা বেগম আজিজুলের স্ত্রী।
এলাকাবাসী জানান, তারা-স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত মালা বাজারসহ এলাকায় টেপেন্টাডল সহ নিশা জাতীয় দ্রব্য বিক্রয় করে আসছে।
এব্যাপারে কাহালু থানায় একটি মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত দের কোট হাজতে প্রেরণ করেন বলে থানা পুলিশ নিশ্চিত করেন।