সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
অচিরেই ইসলাম কায়েম হবে : অধ্যক্ষ মাও. তায়েব আলী
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৪ PM
কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মাও. তায়েব আলী বলেছেন, বাংলার এই জমিনে অচিরেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

বৃহস্পতিবার রাতে কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালপাড়াস্থ একটি চাতালে ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাত মাহফিল ও কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

৩ নং ওযার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা পশ্চিম শাখার কর্ম পরিষদ সদস্য সাবেক ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর সাবেক ইউ পি চেয়ারম্যান আলহ্জ্বা অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী আলহ্জ্বা শহীদুর রহমান সবুজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ ইউসূফ আলী, অফিস সম্পাদক প্রভাষক আব্দুল মোমিন, জামায়াত নেতা প্রভাষক আব্দুল হান্নান, পৌর জামায়াতের আমীর কাজী ফেরদৌস আলম,জামায়াত নেতা প্রভাষক মিজানুর রহমান,পৌর কাউন্সিলর আরিফুর রহমান,মাষ্টার আব্দুর রহমান, ৩ নং ওযার্ড সেক্রেটারী হাফেজ সুলতান আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে আলহাজ্ব আলহাজ্ব ফখরুল ইসলামকে সভাপতি ও হাফেজ মো. সুলতান আলীকে সাধারণ সম্পাদক করে জামায়াতে ইসলামী কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

শাহ আলমকে সভাপতি ও রাসেদ খান রাব্বীকে সাধারণ সম্পাদক করে কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের ২৫ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়। এছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র শিবির কাহালু পৌর ৩ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত