সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে বিল্লাল হোসেনকে পরিকল্পিত হত্যার দাবি সহপাঠীদের
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৩ PM
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের সাবেক  শিক্ষার্থী বিল্লাল হোসেনের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন সহপাঠী ও স্থানীয়রা। 

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। গত ১২ সেপ্টেম্বর, উপজেলার শুভাঢ্যা মধ্যপাড়া এলাকায় নিজ বাসগৃহ থেকে মরদেহ উদ্ধার করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। নিহত বিল্লালের বড়ভাই দুলাল হোসেন জানান, আমরা কোনো ঝামেলায় যেতে চাইনা। তবে পরিবারের অন্য কেউ এ বিষয়ে কিছু বলতে রাজি হোননি। মানববন্ধনে এ হত্যাকাণ্ডে তার সহধর্মিণী ও বাড়ির লোকজন জড়িত বলে অভিযোগ করেন সহপাঠীরা।  

সহপাঠী আরিফ হোসেন মুন্না জানান, শুভাঢ্যা স্কুলের মেধাবীছাত্র ছিল আমাদের বন্ধু বিল্লাল। পড়াশোনা শেষ চুনকুটিয়া চৌরাস্তায় কাপড়ের ব্যবসা করে স্বাভাবিকভাবেই জীবন যাপন করছিল। হঠাৎ জানতে পারি বিল্লালের মৃত্যু খবরে তারপর স্ত্রী ও ভাইকে ফোন দিলে পরে কথা বলবো বলে কেটে দেন। বাড়িতে এসে লাশ দেখতে চাইলেও দেখতে দেয়নি তার পরিবারের সদস্যরা। পুলিশ-প্রশাসনকে না জানিয়ে তড়িঘড়ি করে বিল্লালকে দাফন করেন। তবে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যু বলে নাটক সাজানো হয়েছে দাবি এ সহপাঠীর। একই দাবি ব্যারিস্টার কামরুল হাসান তুষার, সোনিয়া শাহরিন, মো. সোহাগ সাব্বির, সুমি আক্তার, নুপুর আক্তার, অ্যাডভোকেট রিয়াদুল ইসলাম, মো. রাসেল, মো. সোহেল, সাইদুল ইসলাম শুভসহ শতাধিক সহপাঠী ও স্থানীয়দেরও। এদিকে বিল্লালের মৃত্যুর ঘটনায় ১০দিন অতিবাহিত হলেও, এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি থানায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত