সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টেকনাফে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৮ AM আপডেট: ২২.০৯.২০২৪ ১০:৫০ AM
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২২সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হলেও রাত ৮টায় শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের কন্যাশিশু তাহমিনা আক্তার (৭)।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, শাহপরীরদ্বীপে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়‌। তারপর সেটি মরদেহ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত