বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসা) জাতীয়করণে দাবীতে টাঙ্গাইলের ঘাটাইলে মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষকরা মানববন্ধন কর্মসুচি পালন করেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এ সময় শিক্ষকরা বলেন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন দাবী জানানো হয়।
বাশিস ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি জীবুন নিছা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী, আব্দুল মজিদ ভূইয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে পদায়নের দাবী জানান। মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাশিস ঘাটাইল শাখার যুগ্ন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোঃ নূরুজ্জামান মিঞা। মানববন্ধন শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।