কমলনগরে ৮ টি চোরাই গরু সহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় গরু বহনকারী একটি পিকআপও আটক করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার তোরাবগঞ্জ পূর্ব বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদেরকে আটক করে।
আটকৃতরা হলেন, গরু চোরাই চক্রের সদস্য লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার আলী হোসেনের ছেলে মো. জামাল (৪০) ও আটককৃত পিকআপের গাড়ীচালক মোঃ পারভেজ (২১)।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্থানীয়রা ফোন করে চোরাই গরু পাচার হওয়ার বিষয়ে অবগত করে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তোরাবগঞ্জ বাজার এলাকা থেকে ৮টি গরু বোঝাই একটি পিকআপ গাড়ি,গাড়ির চালক ও চোরাইচক্রের একজনসহ ২ জনকে আটক করা হয়।
স্থানীয়ভাবে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের জামাল উদ্দিন ও কমলনগর উপজেলার চর কালকিনি ১ নম্বর ওয়ার্ড রফিকগঞ্জ এলাকার রেদোয়ানের নেতৃত্বে স্থানীয় চররমনী এলাকার সুফি আহমেদের ছেলে সোহাগ, আলী হোসেনের ছেলে জামাল, আনামিয়া শেকের ছেলে শহীদ, ইউনুস মোল্লার ছেলে কাদের, আনার উল্লার ছেলে দিদার, মোতাহেরের ছেলে মনির, আনারউল্লার ছেলে সালু মিলে দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত।
চক্রটি দীর্ঘদিন ধরে ভোলার একটি চক্রের সঙ্গে যৌথভাবে গরু চুরি করে আসছে বলে জানান তারা।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলা জেলার কানিবগার চর ও ভোলার চর এলাকা থেকে শনিবার রাতে চরে বসবাসকারী গরুর মালিক মনির হোসেনের পরিবারের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও পালের ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় পরের দিন মনিরের স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে ভোলা সদর থানায় একটি চুরির মামলা দায়ের করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ভোলা থেকে চুরি হওয়া গরু চোরসহ আমরা আটক করি। ভোলা সদর থানায় করা মামলায় গরুসহ চোর, পিকআপ গাড়ি ও ড্রাইভারকে ভোলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।