বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নতুন ফোনের ট্রিট না দেয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২০ PM
বন্ধুর কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বন্ধুদের থেকে ট্রিট আদায়ের জন্য নানা ফন্দি করে থাকেন বন্ধুরা। তবে এবার ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। নতুন ফোন কেনার পর বন্ধুদের ট্রিট দিতে অস্বীকৃতি জানানোয় ছুরিকাঘাতে এক বন্ধু নিহত হয়েছেন।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দিল্লির শাকারপুরে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোন কেনার পর বন্ধুরা ট্রিটের আবদার করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় তিন বন্ধুর সঙ্গে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে তাদের একজনের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই কিশোরের নাম শচীন। আর হামলাকারীরা সকলে তার বন্ধু। বয়সেও তারা কিশোর। সোমবার সন্ধ্যায় শোরুম থেকে মোবাইল কিনেন শচীন। 

এ সময় তার সঙ্গে তার আরেক বন্ধু ছিল। পথিমধ্যে তাদের আরও তিন বন্ধুর সঙ্গে দেখা হয়। তারা শচীনের কাছে ট্রিট চায়। তবে শচীন তাদের ট্রিট দিতে রাজি হননি।

একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। পরে তাদের একজন শচীনকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হাসপাতালে আনার প্রায় এক ঘণ্টা পর শচীনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত