রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আখাউড়ায় ফের ১ কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২২ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফের এক কোটি টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা থেকে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের বিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত লাগোয়া বাউতলা এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। 

এসময় কয়েকটি কার্টুন থেকে দুই হাজার ৮ টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গতকাল বুধবার আখাউড়া পৌর শহরের বাইপাস থেকে ৫০ লাখ ২৬ হাজার টাকার মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত