মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ঘাটাইলে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:১২ PM
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পর্শে নাজমুল হাসান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লক্ষিন্দর  ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান উপজেলার লক্ষিন্দর  ইউনিয়নের মুরাইদ গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে।

নাজমুল মধুপুর শহীদ স্মৃতি  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বিএফ শাহীন কলেজ থেকে পরিক্ষা দিয়ে অনার্সে এডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এমতাবস্থায় নাজমুলের নিহতের খবরে এলাকায় শোকের মাতম পরেছে। স্থানীয় ১ নং ইউপি সদস্য নাজমুল ইসলাম (জামাল) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়ির পাশে তাদের নিজস্ব  ডিজিটাল ব্রিজ স্ক্যাল মেশিনের ঘরে ইলেকট্রিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন নাজমুল হাসান। 

পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় গারোবাজার নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরিক্ষার মাধ্যমে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল  ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত