রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৫ PM
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ আলাল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এসআই অলক বিহারি গুনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের  মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান পরিচালনা করে। 

এসময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির মালিকানাধীন একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ির উপর থেকে দুটি আলাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে  মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত ভ্যানগাড়িটিও জব্দ করা হয়। 

আটককৃত মোঃ আলাল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ি রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, 'আটককৃত আলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। রবিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত