বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
নাটোরের লালপুরে হাঁসুয়ার কোপে মুদী দোকানদারের মৃত্যু, ঘাতক আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:১৬ PM
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পূর্ব চৌষডাঙ্গা গ্রামের মুদী দোকানদার আব্দুস সালাম (৫০) কে হত্যা করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে (১ অক্টোবর) নিজ দোকানের সামনে হাঁসুয়ার কোপে তার মৃত্যু হয়। নিহত সালাম ওই গ্রামের ইয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে।  

স্থানীয়রা রাতেই ঘাতক হাঁসুয়া হাতে পালানোর সময় গোধড়া গ্রামের লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম সাহেব আলী (৩০)। একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

স্থানীয়রা জানান,পূর্ব শত্রুতার জেরে গাঁজা কেনাবেচা নিয়ে দ্বন্দের এক পর্যায়ে সাহেব আলী প্রথমে আব্দুস সালামের দোকান পেট্রোল দিয়ে আ*গুন ধরিয়ে দেয়। পরে দোকান থেকে বের হলে গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয় সাহেব আলী।  এতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ও মারা যায়। পরে গোধড়া সড়ক দিয়ে পালানোর সময় সাহেব আলীকে রক্তাক্ত হাঁসুয়া হাতে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করে স্থানীয়রা।

সেখানে সে আরেক জনকে কোপ দিয়ে আহত করে বলে জানা গেছে। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান  জানান, প্রাথমিক ধারনা এটা পূর্ব শত্রুতার জেরে হত্যা হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আসামি থানায় আটক আছে, মামলার প্রস্তুতি চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত