পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বরিশাল র্যাব ৮। বুধবার বেলা ১১টায় র্যাব-৮ (বরিশাল) সিও আরাফাত ইসলাম মন্দির পরিদর্শনকালে পিরোজপুর সদরে আখড়াবাড়ি মন্দিরে প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমরা আশাকরি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আমরা অত্যন্ত আনন্দপূর্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গা উৎসব সুন্দর ভাবে সম্পন্ন হবে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মোঃ মাসুদুর রহমান মনির, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।