বগুড়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে শাহাবুদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশ তার হেফাজত থেকে ১০০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
বগুড়া জেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সারওয়ার পারভেজ এর নেতৃত্বে এস,আই খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশনের সামনে গাড়ি চেককালে পাটগ্রাম থেকে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামক বাসে তল্লাশি করে আসামী মো: সাহাবুদ্দিন (২৭) কে আটক করা হয়।
সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।লল