মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ভাঙ্গায় তাওহীদি জনতা ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা ও বিক্ষোভ মিছিল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ PM
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে  মহানবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার দুপুরে   ভাঙ্গা ঈদগাহ ধ মাঠ থেকে  এক বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা  বিশ্বরোড হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। 

বক্তারা মহানবী হযরত মুহম্মদ( সাঃ) কে কটুক্তিকারী  ভারতীয় পুরোহিত  রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ রানের  দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।  এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করেন এবং নানা শ্লোগান দেয়।

উলামা পরিষদের উপজেলা সভাপতি  মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান,মাওলানা ইচাহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের মোঃ সেলিম,মাওলানা ত্বলহা,মাওলানা নুরুল ইসলাম,মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সরোয়ার, মাওলানা হেলাল উদ্দীন আবরার প্রমুখ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত