রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন মারুফকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া থানা পুলিশ ওই চেয়ারম্যানকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করেন।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার উত্তরাপুর্ব থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলায় ও বদরগঞ্জ থানা এলাকায় ওই আন্দোলনে আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানায় দায়ের করা ওই মামলার এজাহারে প্রধান আসামী রয়েছেন, রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী ও তাঁর স্ত্রী সুরভী চৌধুরী। মামলাটি দায়ের করেছিলেন, বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকার বাদশাহ ওসমানী নামে এক ব্যক্তি।
উল্লেখ্য, ২১ নভেম্বর ২০২১ তারিখে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত হয়।২৩ ডিসেম্বর ২০২১ তারিখে নৌকা প্রতীকে জয়লাভ করে বেতগাড়ী ইউপি চেয়ারম্যান হন মোহায়মিন ইসলাম মারুফ।