বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:১১ PM আপডেট: ০৫.১০.২০২৪ ১২:৪৪ PM
চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২ টা ৫০ থেকে ৫৫ মিনিটে অগ্নিকাণ্ড হয়। 

আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। 

কমোডর মাহমুদুল মালেক আরও বলেন, ‘এ ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘পরপর দুটি ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা হতে পারে।’

তিনি বলেন, ‘সৌরভে বিস্ফোরণের মতো কিছু ছিল না। তারপরও পরপর চারটি পয়েন্টে বিস্ফোরণ হয়েছে। রাত ১২টায় জাহাজে কোনো কর্মকাণ্ড ছিল না।’

এমডি আরও বলেন, ‘আগুন অস্বাভাবিক ছিল। আগুনের ধরন নাশকতার ইঙ্গিত দেয়। চারটি পয়েন্টে আগুন লাগার কথা নয়। আগুনে আগ মুহূর্তে জাহাজের পাশ দিয়ে সন্দেহজনক স্পিডবোট গেছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত