“শিক্ষকের কন্ঠস্বর ঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউল্লাহ, ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল সহ অন্যান্যরা।