সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার (৭ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দূর্গা উৎসবে বন্দরের সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।এরপরেই রয়েছে লক্ষ্মীপূজা। ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজার বন্ধ। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি।
আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদেরকে আমদানি রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম জানান, শারদীয় দূর্গা উৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।