বনানী স্টার কাবাবের পঁচা খাবারের প্রতিবাদ করায় গ্রাহকের ওপর হামলা ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ বুলেটিন টিম সাথে সাথে ঘটনাস্থলে পৌছে লাভই করতে থাকে। সেই সময় ভুক্তভোগীর সাথে কথা বলে তথ্য নিয়ে আপডেট দিতে থাকে বাংলাদেশ বুলেটিন ডিজিটাল টিম। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনানী থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করার অভিযোগে হোটেলটির ম্যানেজারসহ ১১ কর্মীকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
গত রোববার বিকালে রাজধানীর বনানী স্টার কাবাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। তিনি বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে। ওসি আরও বলেন, গ্রেপ্তার সবাইকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িত অন্যান্যের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ তথ্য হলো, নিম্নমানের খাবার পরিবেশন করায় কাস্টমার প্রতিবাদে করলে তাকে ম্যানেজারের নির্দেশে রক্তাক্ত করেছিল স্টার কাবাবের কর্মচারীরা। অতঃপর বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রচার করা হলে ১১ জনকে আটক করা হয় এবং একদিন জেলে থাকে। পরবর্তীতে তারা ক্ষমা চাইলে তাদের থেকে কোন জরিমানা না নিয়ে শর্তসাপেক্ষে ক্ষমা করে দেয়া হয়। যার মধ্যে অন্যতম ছিল ১০০০ জন এতিম শিশুকে খাওয়ানো।