কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি মন্দিরের মণ্ডপে ঢিল ছুড়ে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবক। এ সময় মণ্ডপে দায়িত্বরত আনসারদের ধাওয়ায় পালিয়ে যান তার সঙ্গে থাকা আরও চারজন।
গতকাল বুধবার দিবাগত সাতে সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। পরে মামলার পরিপ্রেক্ষিতে আটক নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত সাতে সাড়ে ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নুরুজ্জামান একই গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।
পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন চন্দ্র রায় বলেন, পাঁচ-ছয়জন যুবক বুধবার রাত সাড়ে ১১টার দিকে মন্দিরের পেছনে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি ঢিল ছুড়তে থাকেন। এ সময় মন্দিরের ভেতরে থাকা ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন।
এসময় মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ধাওয়া দিয়ে নুরুজ্জামানকে আটক করে ফেললেও অন্যরা পালিয়ে যান বলে জানান তপন। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান মণ্ডপে ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা আরও চার যুবকের নাম বলেছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।