সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় র্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, অফিসার ইনচার্জ ফজলে এলাহী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক, লিডার নূর মোহাম্মদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় প্রকার দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে।