বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ফরিদপুরে পুলিশে নিয়োগ
আর্থিক লেনদেনে জড়িত হলে নিয়োগ বাতিল হবে, এসপি মোঃ আব্দুল জলিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৩:৪০ PM
ফরিদপুরে স্বচ্ছতার সাথে পুলিশের ট্রেইনি রিক্রুক কনস্টেবল(টিআরসি) পদে ৫৬ জন লোক নিয়োগ দেওয়া হবে।  নিয়োগে আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তারসহ নিয়োগ বাতিল হবে।
  
সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ‌ এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল।

তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতেই ‌ নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রার্থীর যাচাই পেট্রোল শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, Physical Endurance Test(শারীরিক সক্ষমতা টেষ্ট), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর-সকাল আটটায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই করা হবে। ১২ নভেম্বর সকাল দশটায় লিখিত পরীক্ষা, ১৯ নভেম্বর সকাল দশটায় মনস্তাতিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র শারিরিক যোগ্যতা ও মেধার প্রয়োজন। 

নিয়োগের যাবতীয় কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, বিধায় কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল হবে। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবে।

লক্ষ্য করা যায়, কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের আশেপাশে এমন কোন চক্রের কার্যক্রম দৃষ্টি গোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

প্রার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা কোনভাবেই কোন প্রলোভনে কিংবা কোনপ্রকার ফাঁদে পা দিবেন না। সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুজছে বাংলাদেশ পুলিশ।পুলিশের টিআরসি নিয়োগে ৫% মুক্তিযোদ্ধা কোঠা বলবদ আছে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ডি আই ওয়ান শাহজালাল আলম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত