রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরর জেলার সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ, সারোয়ার, সাইফুল ইসলাম মুরাদ, রিমন, কাজী রাহাদ, বেলায়েত হোসেন পাটোয়ারি।
এসময় বক্তরা বলেন, ছাত্রলীগ আবু সাঈদসহ আরো শত শত আন্দোলনকারীকে হত্যা করেছে। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। আর এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদের একটা অংশ, ফ্যাসিবাদের দোসর। আজ সে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। অতিদ্রুত তার পদত্যাগের দাবি জানান বক্তারা।