রাস্তার উঁয়র বাজার বেহাল দশা আঁরার। প্রত্যহদিন যাইতে আইতে দেহা মিলে গাড়ির জ্যাম- বলছিলাম কুতুপালংয়ের স্থানীয় খায়রুল আলম নামের এক বাসিন্দার কথা।
কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং স্টেশনগুলোতে দুপাশে গড়ে উঠেছে অবৈধ হাট বাজার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবৈধ হাট বাজার। এসব হাটবাজার সড়কের উপর প্রতিদিন বসিয়ে পথচারীদের দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে বলে জানান স্থানীয়রা।
বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুতুপালং বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। উখিয়া - টেকনাফ মহাসড়কে দির্গদিন দরে দেখা যায় কুতুপালং যানজট লেগেই থাকে যার কারণে জনগণের ভোগান্তিতে পড়ে এই যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানা যায়।
আজ মঙ্গলবার ( ২২ ই অক্টোবর ) সকালে সাড়ে ১১ টার দিকে মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে বসা দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের পর মহাসড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল দেখে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় লোকজন।
সড়কের উপর বাজারের বিষয়ে কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী বলেন, নির্দেশ অমান্য করে কিছু ব্যবসায়ী সড়কের উপর বাজার বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করছে। এসব দোকান উচ্ছেদে যানযট নিরসন হয়েছেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা।
শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি, ইনচার্জ মোঃ মোস্তফা কামাল বলেন হাইওয়ে পুলিশের বিভিন্ন অফিসারদের সমন্বয়ে পরিচালিত এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে উখিয়া - টেকনাফ মহাসড়কের চলাচলরত যাত্রী ও সচেতন মহল অত্যন্ত খুশি হয়েছেন এবং যানজট মুক্ত যানবাহন চলাচল করতে পারতেছে।