মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:২৪ PM
রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক,  শিক্ষার্থী  ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি বিআরটিএ সার্কেল এর উদ্যোগে  রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোবাইদা আক্তার। 

এসময় রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ট্রাফিক পরিদর্শক  সরওয়ার মোহাম্মদ পারভেজ,  মোটরযান পরিদর্শক মো. সালাহউদ্দিন,  রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরনজিৎ মল্লিক,  নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি  মো আফসার সহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন৷ জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। এছাড়াও সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা । 

পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 

উল্লেখ্য, যানজট নিরসন ও সড়কের শৃংখলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিআরটিএ রাঙামাটি অফিস। 

দিবসটির এবারের প্রতিপাদ্যে "ছাত্র জনতার অঙ্গিকার,  নিরাপদ সড়ক হোক সবার"।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।#
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত