রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নলছিটি পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
নলছিটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:৫৭ PM আপডেট: ২৪.১০.২০২৪ ৭:১৭ PM
নলছিটি পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বর্ষাকালে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এমন এক চরম পর্যায়ে পৌঁছে যে, সেখানকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পৌরবাসীরা বারবার পৌর কর্তৃপক্ষকে ড্রেনেজ সমস্যার সমাধানের জন্য অনুরোধ করলেও তেমন কোনো স্থায়ী সমাধান এখনো আসেনি।

ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার পাশাপাশি, বিগত দিনে ডেঙ্গু মোকাবিলার জন্য বরাদ্দকৃত অর্থও বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু এলাকাবাসীর কাছে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। মশা নিধন কার্যক্রমসহ পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে যে, পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই জনদুর্ভোগ ক্রমশ বাড়ছে। নলছিটি পৌরবাসী দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে সঠিক সেবা না পেয়ে হতাশায় নিমজ্জিত। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটানো পৌরবাসীরা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত