রাঙ্গামাটির মানিকছড়ি চেক পোস্টে গাড়ি তল্লাশি করে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর ২৪ইং) সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি চেক পোস্টে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে একটি সিটের নিচ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা পাচারের অভিযোগে মো. ওয়াসিম ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।#