সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শেরপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:০০ PM
শেরপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ ভাবে বাড়িঘরে ঢুকে ৮/৯ জনকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাংচুর করে নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামের জামপাগলা (৪৫) সাইজদ্দী গংয়ের বিরুদ্ধে। 

এঘটনায় ভুক্তভোগী মোঃ লুৎফর রহমান বাদী হয়ে আদালতে একটি অভিযোগ (মামলা নং সিআর ৩২/২০২৪ ) দায়ের করেছেন।

মামলা সূত্র ও ভুক্তভোগীদের জানা গেছে, জমি সংক্রান্ত্র বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে গত ১৪ অক্টোবর সোমবার বিকেলে সন্ত্রাসী প্রকৃতির লোক জাম পাগলা ও সাইজদ্দীর নেতৃত্বে প্রায় ২০/ ৩০ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একই এলাকার লুৎফর রহমানের বসত বাড়ি ও দোকানে হামলা করে প্রায় ৩/৪ লক্ষ টাকার মালামাল ধ্বংস করে ও লুট করে নিয়ে যায়। এঘটনায় বাদী লুৎফর রহমানের লোকজন বাঁধা দিতে গেলে কোনকিছু বুঝে উঠার আগেই জামপাগলা ও সাইজদ্দীর লোকজন তাদের কে হামলা করে ৮/৯ জনকে গুরুতর জখম করে।বর্তমানে আহতরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী লুৎফর রহমান ও জাহিদ হাসান জানান, জামপাগলা দের সাথে আমাদের আগে থেকেই বিরোধ চলে আসছিলো, আর ঘটনার দিন জমি পরিমাপ নিয়ে তারা কথা কাটি করে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের বাড়িতে হামলা করে এবং আমাদের নগদ টাকা ও অলংকার লুট করে।আমরা পুলিশ কে বিষয় টি জানিয়েছি তারা ফোর্স কম বলে আসেনি।এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুল কুদ্দুস জানান, আমি জমি পরিমাপের সময় ঘটনাস্থলে ছিলাম। সামান্য পরিমাণ জমি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমি চলে আসার পর ঝগড়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত