মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:১১ PM
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 
উপজেলা যুবদলের আহবায়ক মো. শিহাব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর ছেলে মারুফ ইব্রাহীম আকাশ। এসময় কেক কেটে দিনটি উদযান করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এড. কাজী আজম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, জেলা কমিটির সদস্য মো. ফিরোজ কাজী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, বিএনপি নেতা আকবর হোসেন, বিএনপি নেতা মো. হাসান হাওলাদার, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, উপজেলা মহিলা দলের নেত্রী বনি ম্যাডাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জসিম খান, পৌর যুবদলের আহবায়ক মো. হেলাল মুন্সি, পৌর যুবদলের সদস্য সচিব মো. জাফর মৃধা প্রমূখ সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
এর আগে সকাল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা বিএনপি’র পার্টি অফিসের সামনে এসে জড়ো হন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত