সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শ্রীপুরে বসতবাড়ী দখল চেষ্টার প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:১১ PM
গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ী দখল চেষ্টা, ডিবি পুলিশ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রাণনাশের হুমকিসহ বসতবাড়ী থেকে উচ্ছেদসহ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কৃষক আব্দুল মোতালেব (৭৫)। 

সোমবার (২৮ আক্টোবর) বেলা ১১ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার নিজ বাড়ীতে তিনি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

কৃষক আব্দুল মোতালেব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার মৃত হাফিজ উদ্দিন বেপারীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুল মোতালেব অভিযোগ করেন, তিনি দারগারচালা এলাকার বসতবাড়ী পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। 

দীর্ঘদিন যাবত শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গাজীপুর গ্রামের বাসিন্দা কবির তালুকদার ও তাঁর স্ত্রী হাসনা হেনা কৃষকের বসতবাড়ী বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে। তাঁর স্ত্রী সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে মানহানি করছে। তারা আমাকেসহ পরিবারের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাছাড়া আমার এক ছেলে সেলিম আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে জড়িত এবং শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক। তার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কবির তালুকদার ও তাঁর স্ত্রী হাসনা হেনা।

আমি ওইসব চক্রান্ত, অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গত আওয়ামীলীগ সরকারের আমলে অভিযুক্ত কবির তালুকদার গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার ডিবি হারুন অর রশীদের (ডিবি হারুন) সহযোগীতায় আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ওই মামলায় আমার ছেলে ২৯ দিন কারাভোগ করে।

অভিযুক্ত কবির তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এসব বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত