বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:২৭ PM
নড়াইলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। 

আজ বুধবার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পুটিমারি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- নড়াগাতি থানার শুড়িগাতীর আইয়ুব ফকিরের ছেলে রানা ফকির (২৭), একই গ্রামের মৃত রাজিবুলের ছেলে রাসেল পারভেজ (৩৫)। রানা ফকির ১বছরের সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্তাবধানে এসআই এফ এম তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পুটিমারি বাজার সাকিনস্থ হেমায়েত স্টোরের সামনে পাঁকা রাস্তা হতে রানা ফকির ও রাসেল পারভেজকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,গ্রেফতার রানা ফকির ১বছরের সাজাপ্রাপ্ত আসামি। নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত