চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
জাতীয় পতাকা অবমাননা ইস্যু
চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ AM (Visit: 632)

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে (৩৮) প্রধান আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৫২)৷

মামলায় ১৯ জনের নাম পরিচয় উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে৷। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার মোঃ ফিরোজ খান৷ 

মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘঠিত হওয়ার পর নগরীর নিউ মার্কেট মোড়স্থ জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা অদ্যবধি সেখানে রয়েছে৷ গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ উদ্যোগে লালদিঘীর মাঠে একটি মহা সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সেই মহা সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার লোকজন চট্টথাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে মহাসমাবেশটি শুরু হওয়ার আগেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকে।

একই তারিখ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে এজাহারনামীয় ১নং থেকে ৯নং আসামীর ইন্ধনে, ১০ নং থেকে ১৯ নং আসামীরাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী নিউমার্কেট মোড়স্থ জিরো পয়েন্ট ভন্ত ও আশে-পাশে সু-পরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা প্রদর্শনের হীন উদ্দেশ্যে, দেশের অখন্ডতাকে অস্বীকার করার মানসে এবং দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রতীক স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন পূর্বক অবমাননা করে বাংলাদেশের জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙ্গের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। 

এজাহারে বাদি উল্লেখ করেন, এই ঘটনা একটি স্বাধীন রাষ্ট্রের অখন্ডতাকে অস্বীকারের শামিল। আসামীরা তাদের সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় পতাকা উত্তোলন করে দেশের ভিতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে শ্রেণী বিদ্বেষের জন্ম হয়েছে এবং ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে নাগরিকদের মধ্যে শ্রেণী বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও রাষট্রদোহিতার অপরাধ করেছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন- অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডাঃ কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ(৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২),  জিকু চৌধুরী(৪০), নিউটন দে ববি(৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ(২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮), হৃদয় দাস (২৫)। 

এর আগে এই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে পুলিশ গ্রেফতার করে । বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

মামলার একাজাহের কপি গণমাধ্যমের হাতে আসার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি৷ রাতে থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি এই মামলার বিষয়ে অবগত নন বলে জানান৷

তবে রাতে ইসকন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটি  বিবৃতি প্রকাশিত হয়েছে৷  সেখানে তিনি মামলার সত্যতা স্বীকার করে এটিকে সনাতনীদের ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন৷ 

তিনি বলেন, ৫ আগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা - নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন৷ এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়৷

তিনি সনাতনীদের এই দেশের ভূমিপুত্র দাবী করে বলেন, আমরা নিরাপদ সহাবস্থান নিশ্চিতের দাবীতে আন্দোলন করেছিলাম৷ আমাদের আন্দোলন কোন রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নয়৷ আমরা এই বাংলাদেশ ছেড়ে যেতে চাইনা, আমরা এই দেশের ভূমিপুত্র৷ 

তিনি যে কোন সময় গ্রেফতার হতে পারেন বলে আশংকা প্রকাশ করে সকল সনাতন সম্প্রদায়ের মানুষকে সুশৃংখল ভাবে ৮ দফা দাবী আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানান৷







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy