মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১ নভেম্বর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-০৯।
জানা গেছে, মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই পক্ষই। সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলিতে জেনেভা ক্যাম্পেই গত দুই মাসে নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অনেকেই।