শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
আদালত প্রাঙ্গণে মমতাজকে ‘ডিম নিক্ষেপ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৪৫ PM
সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় পৃথক দুটি মামলায় পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করেন। 

পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় বিএনপির নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে। পরে প্রিজনভ্যানে করে মমতাজকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। এর আগে আজকে সকাল সাড়ে ৮টার দিকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে।

আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় ৫ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় মমতাজ বেগমের ওপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত