বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:০৭ PM আপডেট: ০৪.১১.২০২৪ ৮:৫০ PM
বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভের জেরে আওয়ামী লীগ সরকারের পতন ও পরে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে দেওয়া বক্তব্যের জেরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে বেশ কিছু গুজবও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 

গত ১ নভেম্বর ‘নিপুণ রায় চৌধুরী বিএনপি’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ওই ভিডিওতে বলা হয়, রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ত্যাগ করেছেন। একই ভিডিও অন্য কয়েকটি পেজ থেকেও শেয়ার করা হয়েছে। 

তবে এই দাবি ভুয়া এবং পুরনো কিছু ভিডিও ও ছবি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। 

আলোচিত দাবিটিতে প্রচারিত ভিডিওতে রাষ্ট্রপতির বঙ্গভবন ছেড়ে যাওয়ার দাবিতে সংযুক্ত ফুটেজটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও এর ফুটেজের সঙ্গে মিল পাওয়া যায়৷

অপর এক প্রতিবেদনে জানা যায়, মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেননি, বরং পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ও ছবি প্রচার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত