বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
ডোমারে জাতীয় ইঁদুর নিধন অভিযান ও সার-বীজ সাইকেল বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:১৯ PM
“ ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই” স্লোগানে নীলফামারীর ডোমারে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন, পুরস্কার বিতরণ, প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সার বীজ ও শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইঁদুর নিধন অভিযান ও সার বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আলম,পিআইও আব্দুল মাবুদ,বিআরডিপি অফিসার আবু রাহাত সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিন হাজার কুড়িজন প্রান্তিক কৃষকের মাঝে বীজ সার বিতরণ করা হবে। তার মধ্যে ৮শত জন গমবীজ, ৯ শত জন ভুট্টাবীজ, এক হাজার ২শত জন সরিষাবীজ, ৪০ জন শীতকালীন পেয়াজবীজ, ৩০ জন মুগডাল বীজ, ২০ জন অড়হর বীজ ও ৩০ জনকে সয়াবিন বীজ দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আলম জানান, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি অধ্যায়নরত ৩৫জন শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল দেওয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত